Pages

Thursday, March 6, 2014

আমি তুমি সে- জাহাঙ্গীর হায়দার


আমি

আমি আছি
নয় তোমার
মাকাল ফল
শূণ্য অন্তঃসার

তুমি

তুমি যাচ্ছো
হারিয়ে নয়
আমার বুকে
রাস্তার ক্ষয়

সে

সে, ব্যঙ্গ হেসে
তোমার আঁচল ধরে
য্যানো রাজ পুত্তুর
বিয়ের বাসরে।।

No comments:

Post a Comment